প্রকাশিত: Sun, Aug 4, 2024 10:38 AM
আপডেট: Mon, May 5, 2025 9:32 PM

[১]শিক্ষামন্ত্রীর বাসভবন ও এমপি মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে আন্দোলনকারী ছাত্রদের হামলা ও আগুন

এম আর আমিন, চট্টগ্রাম: [২.১] চট্টগ্রামে শিক্ষা মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ২ নং গেট চশমা হিলের বাসায় হামলা ও ৩টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

[২.২] শনিবার সন্ধ্যা ৬ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মোখলেছুর রহমান।

[৩] তিনি জানান,হামলাকারীরা বাসার ভেতর একটি কক্ষের আসবারপত্র ভাঙচুর করে।  

[৪] স্থানীয়রা জানিয়েছেন, নগরের পাচঁলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করেন এবং শ'খানেক লোক বাড়ির ভেতর প্রবেশ করেন ও বাসার কয়েকটি জানালার কাঁচ ভাঙচুর করে সেখানে থাকা ৩ টি গাড়িতে আগুন দেয়। পরে স্থানীয় ও ফায়ারসার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

[৫] এদিকে একই সময় নগরীর লালখান বাজার এলাকায় ১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে হামলা চালালিয় সেখানে আগুন ধরিয়ে দেন। সম্পাদনা: সমর চক্রবর্তী